বিবিপি নিউজ: ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের শাসকদল তৃনমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিং। তাঁর উপর আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। আজ বুধবার তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে তাঁর বিরুদ্ধে ২৩৯ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি অ্যালকেমিস্ট গ্রুপের কর্ণধার।
ইডি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যসভার প্রাক্তন সাংসদকে মঙ্গলবার দিল্লির সদর দফতরে ডাকা হয়। প্রায় সাড়ে ছ'ঘণ্টা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। বিভিন্ন নথিপত্র দেখতে চাওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। মঙ্গলবারের পর আজ বুধবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। কিন্তু আজ কোনো নথি পেশ করতে পারেননি বলে জানা গেছে। এরপরেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সারদা কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যেই আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে যায় লগ্নিসংস্থা অ্যালকেমিস্টের নাম। ২০১৬ সালের সেপ্টেম্বরে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ইডি। তদন্তকারীদের অভিযোগ ছিল, ২০১৫ সালের মধ্যে বেআইনিভাবে বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলা তুলেছিল অ্যালকেমিস্ট। অঙ্কটা প্রায় ১,৯১৬ কোটি টাকা হবে। সেই অর্থ বিদেশেও পাচার করা হয়েছিল বলে সূত্রের খবর।বিধানসভা ভোটের মাসকয়েক আগেই তৃণমূলের প্রাক্তন সাংসদের গ্রেফতারির ঘটনায় যথারীতি রাজনীতি শুরু হয়েছে।