বিবিপি নিউজ: টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক। তা নিয়ে চলছে তুমুল চর্চা। এরই মধ্যে ফের ভাইরাল হল যশ ও নুসরতের একটি ছবি যা রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সম্প্রতি টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত তাঁর স্বামী নিখিল জৈনকে সোশ্যাল মিডিয়ায় সাইট ইনস্টাগ্রামে আনফলো করে দেন। এর পরেই গুঞ্জন আরও জোরালো হয়।
নিখিলের সঙ্গে যে নুসরতের দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে তা সকলেরই অজানা নয়। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। দক্ষিনেশ্বর কালী মন্দিরে পাওয়া গেল ‘যশরত’কে। শাঁখা-পলা-সিঁদুর, আর সবুজ-গোলাপি ভারি সিল্কের শাড়িতে সেজেছেন নুসরত। যশ-নুসরতের সঙ্গে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা মদনমিত্রও। যশ-নুসরত দুজনের মুখই ঢাকা রয়েছে মাস্কে। মন্দির প্রাঙ্গনেই মদন মিত্রর সঙ্গে আলাপচারিতায় মগ্ন অবস্থায় পাওয়া গেল দুজনকে। যশ দাশগুপ্তের এক ফ্যান ক্লাবের তরফে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল গত ১৬ ডিসেম্বর। ক্যাপশন লেখা রয়েছে ভিডিয়োটি আগের দিনের, অর্থাৎ ১৫ ডিসেম্বরের। সুতরাং যশের সঙ্গে রাজস্থানে ঘুরতে যাওয়ার আগেই দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন যশ-নুসরত। তবে ঠিক কারণে ছিল মন্দির দর্শন, তা স্পষ্ট নয়।