প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, কাল অর্ধ দিবস ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের - BBP NEWS

Breaking

রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, কাল অর্ধ দিবস ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের



বিবিপি নিউজ: না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। আজ রবিবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে চিরতরে ঘুমিয়ে পড়লেন। ট্যুইট করে শোক প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।


 রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী হিসেবে যথেষ্ট সফল ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট সামলানোর কাজে অনেকটা ভরসা করতেন সাধনবাবুকে। তাঁর এই হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ মমতাও। প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে সম্মান জানাতে আগামিকাল সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল  নবান্ন। সোমবার দুপুর দুটো থেকে ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। 


 দীর্ঘ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাধন পাণ্ডে। গতবছরেই মানিকতলার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ধরা পড়েছিল ফুসফুসের সংক্রমণ। উন্নত মানের চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মুম্বইয়ের ওই হাসপাতালের বেডে শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রী। বর্ষীয়ান মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

 

Pages