SSC-CBI: মাঝরাতে সিবিআই দফতরে হাজির এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

SSC-CBI: মাঝরাতে সিবিআই দফতরে হাজির এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ

 


বিবিপি নিউজ: রাজ্যের নিয়োগ প্রক্রিয়া

গ্রুপ ডি মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে বৃহস্পতিবার সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। বিচারক রাত ১২টার মধ্যে তাঁকে ডেকে জেরা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু সন্ধ্যায় তিনি যাননি। পরিবর্তে রাত ১১টার পর সিবিআই দফতরে যান শান্তিপ্রসাদ। তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাত ১২টার পরেও শান্তিপ্রসাদ নিজাম প্যালেসে ছিলেন। 

Pages