রেশন দুর্নীতি: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ED-র হানা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

রেশন দুর্নীতি: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ED-র হানা

 



বিবিপি নিউজ: রাজ্যের  প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। এদিন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। 



বৃহস্পতিবার, সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ই ডি আধিকারিকরা তল্লাশি অভিযানে বের হন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন সল্টলেকের বি সি ব্লকে। সূত্রের খবর, এই মুহূর্তে সেখানেই রয়েছেন তাঁরা। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর মারফত।

Pages