বিবিপি নিউজ নেটওয়ার্কস: ভারতের বাজারে সব মোবাইল অপারেটরদের পিছনে ফেলে প্রথম থেকেই বাজার দখল করে রেখেছে আম্বানির জিও।
ভারতে সস্তায় ইন্টারনেট পরিষেবা দিয়ে অন্যান্য কোম্পানিকে পিছনে ফেলেছে অনেক আগেই। এবার একই ছাতার তলায় একগুচ্ছ ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে জিও। মোবাইলের পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবাতেও হাত বাড়িয়েছে।
জিও-এর নতুন ধামাকা পদক্ষেপ, এবার এই সংস্থা দেশেরর ১৬০০ টি স্থানে গিগা ফাইবার পরিষেবা চালু করার কথা ভাবছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গিয়েছে শুধুমাত্র ৬০০ টাকার প্যাক রিচার্জ করলেই গোটা মাস জুড়ে ইন্টারনেট, টেলিভিশন ও ল্যান্ডলাইনের পরিষেবা পাবে জিও গ্রাহকেরা। যদিও এই কানেকশন নিতে গেলে আপনাকে প্রথমেই খরচ করতে হবে ৪৫০০ টাকা।
বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.
