বিবিপি নিউজ: নতুন রঙ নিয়ে বাজারে হাজির টিভিএস। সর্বোচ্চ 95 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটবে এই স্কুটার।
ম্যাট সিলিভার রঙে পাওয়া যাবে Norq 125
ম্যাট সিলভার রঙে লঞ্চ হল TVS NTorq 125। 2018-19 সালের অন্যতম জনপ্রিয় স্কুটার NTorq 125।
ইতি ইতিমধ্যে 9 টি পুরস্কার জিতেছে এই স্কুটার। শুধুমাত্র ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন TVS NTorq 125 ম্যাট সিলভার। দিল্লিয়ে ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই স্কুটারের দাম শুরু হচ্ছে 58,552 টাকা থেকে।
2018 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়েছিল TVS NTorq 125। এটা ভারতের প্রথম কানেক্টেড স্কুটার। এই স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই স্কুটারে রয়েছে ‘T' এর মতো দেখতে টেল ল্যাম্প, 12 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডে টাইম রানিং লাইট। একাধিক রাইডিং মোডে এই স্কুটার চালানো যাবে।
TVS NTorq 125 স্কুটারে রয়েছে একটি CVTi-REVV 124.79 ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 9.3 bhp শক্তি আত 10.5 Nm টর্ক পাওয়া যাবে। সর্বোচ্চ 95 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটবে TVS NTorq 125। স্কুটারের সামনের চাকায় থাকছে একটি 220 মিমি ডিস্ক ব্রেক, পিছনের চাকায় থাকছে একটি 130 মিমি ড্রাম ব্রেক।

