পেয়ারা পাতায় নিমেষেই সমাধান চুল পড়া,দেখে নিন! - BBP NEWS

Breaking

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

পেয়ারা পাতায় নিমেষেই সমাধান চুল পড়া,দেখে নিন!

বিবিপি নিউজ: চুলপড়া সমস্যায় নাজেহাল অবস্থা হয়েছে। চুল পড়ে দিন দিন টাক তৈরি হয়ে যাচ্ছে।চুলপড়া থেকে অনেকেই নতুন করে গজানোর আশায় বিভিন্ন প্রসাধনী বা ওষুধ ব্যবহার করেন। কিন্তু চুলপড়া ঠেকাতে পেয়ারা পাতা বেশ কার্যকরী বলে জানিয়েছেন একদল বিজ্ঞানী। চুল পড়া রোধে পেয়ারা পাতার ব্যবহার সবচেয়ে কার্যকরী এবং প্রাকৃতিক উপায় বলে বর্ণনা করেছেন তারা।

পেয়ারা পাতা নিয়মিত ব্যবহারের ফলে মাথার চুল  পড়া রোধ হয় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ভিটামিন, যা স্বাস্থ্যকর চুলের জন্য খুবই উপকারি। পেয়ারা পাতা অবশ্যই মাথার চুল ঝরে পড়া রোধ করবে। সেইসঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করবে। এটি চুলের সংযুক্তিস্থল অর্থাৎ গ্রন্থিকোষ ও শিখড়কে অনেক শক্ত করে।

কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার জলে ২০ মিনিট সিদ্ধ করার পর ওই জলের  সঙ্গে ঠান্ডা জল মেশাতে হবে। এরপর তা মাথায় দিয়ে এক ঘণ্টা পর পরিষ্কার করতে হবে। ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিটি করা সবচেয়ে ভালো।

Pages