বিবিপি নিউজ: বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ফের একবার মুখ পুড়লো কেন্দ্রীয় বিজেপি সরকারের। নাগরিকত্ব ইস্যু নিয়ে বারবার সবর হয়েছেন বিরোধীরা। অসমে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি লাগু করার পর তাতে বাদ পড়েছে প্রায় ৪০ লাখ মানুষের নাম। ফলে স্বচ্ছতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি যাদের ভোটে সরকার তাঁদেরই কেন অনাগরিক করা হচ্ছে? তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। শুধু তাই নয়, নাগরিকত্ব ইস্যু ও এনআরসি নিয়ে দেশব্যাপী আন্দোলনও হয়েছে। করোনা ভাইরাস আবহে নাগরিকত্ব ইস্যু নিয়ে চুপ দেশবাসী। এনআরসি আন্দোলনে একাধিক মিছিল মিটিং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবার কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব ইস্যুতে ভোটার আইডি কার্ড-ই নাগরিকত্বের প্রমাণ বলে সাফ জানিয়ে দিয়েছেন মূখ্য নির্বাচন কমিশন।
সম্প্রতি সমাজকর্মী প্রণজিৎ দে জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেন ভারতের নাগরিকত্ব প্রমাণ করবার উপায় কী? ভোটার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ নয়? তাতে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার কার্ড শুধু মাত্র ভারতীয় নাগরিকরাই পেয়ে থাকেন। আর তাঁরা সার্বিক ভোটাধিকার প্রয়োগের অধিকারী হন। প্রণজিৎবাবু তথ্য জানার আইন-২০০৫ মোতাবেক করা প্রশ্নের জবাবে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কাছে একজন ভোটারের নাম নথিভুক্ত করার সঙ্গে এপিক বা সচিত্র নির্বাচক পরিচয়পত্র দেওয়া হয়। একজন ব্যক্তি তখনই ভোট দেওয়ার অধিকার পেয়ে থাকেন, যখন তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়। একইসঙ্গে আরও জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর ধারা অনুযায়ী একমাত্র নাগরিক হলে তবেই ভোটার কার্ড পাওয়া যায়। অর্থাৎ, ভারতের নাগরিকরাই পান ভোটার কার্ড। সহজ করে বলতে গেলে, ভোটার কার্ডই নাগরিকত্বের প্রমাণ।