বিবিপি নিউজ: সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লি গিয়ে বৈঠকে করে ফিরেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপরেই ফিরে রাজ্য সরকারকে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছেন। এবার বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে হাজির হলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপালের তলবে বৃহস্পতিবার রাজ ভবনে পৌছান আলাপন বন্দ্যোপাধ্যায়। দু'জনের জনের মধ্যে ১ ঘণ্টারও বেশি সময় আলোচনা হয় বলে জানিয়েছেন রাজ ভবনের তরফে। তবে কী নিয়ে কথা হয়েছে তার কোনও উল্লেখ নেই রাজ্যপালের করা ট্যুইট পোষ্টে। সূত্রের খবর, ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে মত বিনিময় করেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে যে ছবি টুইট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিশ্ববাংলার লোগো আঁকা ব্যাগে করে রাজ্যপালের জন্য উপহার নিয়ে গিয়েছেন মুখ্যসচিব। অন্য ছবিতে হাসি মুখে দেখা যাচ্ছে ২ জনকেই। সঙ্গে লেখা হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের তলবে রাজভবনে এসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তারে মধ্যে ১ ঘণ্টার বেশি সময় কথা হয়েছে।