বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ একই দিনে। আর এই দিনেই সুখবর সাধারণ মানুষের জন্য। এক ধাক্কায় ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজার টাকার নীচে নামল সোনার দাম। এদিন এমসিএক্স সূচকে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৮,৮৬০ টাকা। সূচকে ১.৪% পতনের জেরে প্রতি কেজি রুপোর দামও ৬৫,১২৭ টাকা। মার্কিন ডলারের দাম চাঙ্গা থাকায় এবং আমেরিকার রাজস্ব দফতরের মুনাফা চড়তে থাকার জেরে আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দাম নিম্নগামীই থাকল।
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
