বিবিপি নিউজ: আজ মঙ্গলবারেই রাজ্যে পৌঁছবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি টিকা কোভিশিল্ড। গতকাল সোমবার বিকেলে টিকা কেনার জন্য পারচেজ অর্ডারে সই করার পরেই টিকা বন্টন নিয়ে তোড়জোড় শুরু হয়ে যায়। মঙ্গলবার ভোররাতে পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে কোভিশিল্ড পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। প্রথম দফায় তিনটি ট্রাক বোঝাই টিকা পাঠানো হচ্ছে। এগুলি বিমানে করে দেশের ১৩ টি জায়গায় পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই পুণের মঞ্জরিতে সেরামের কার্যালয়ে পুলিশের ডেপুটি কমিশনার নম্রতা পাটিল নারকেল ফাটিয়ে শুভ সূচনা করলেন। তারপর সেরামের কর্মীদের তুমুল হাততালির মধ্যে ভোর ৪ টে ৫৫ মিনিট কোভিশিল্ড বোঝাই তিনটি ট্রাক পুণে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। বিমানবন্দর পর্যন্ত নিরাপত্তা প্রদান করে পুলিশ। ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ থেকে সিআইএসএফ জওয়ানদের কড়া নজরদারিতে বিমানবন্দরে শুরু হয় টিকা নামানোর কাজ।