বিবিপি নিউজ: দুর্গাপুজো শেষ। কালীপুজোও শেষ। পশ্চিমবঙ্গে যে কোনও দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। বিহারের পর এবার বাংলার পালা। এ রাজ্যে SIR এখন শুধুই সময়ের অপেক্ষা। আর এই আবহেই বিজেপির মুখে ১ কোটির বেশি নাম বাদের ভবিষ্যদ্বাণী শোনা গেছে। বিজেপির এই দাবি ঘিরে শুরু হয়েছে তুমুল তরজা। রাজ্য জুড়ে কতজন ভুয়ো ভোটার ঘুরে বেড়াচ্ছেন? কিন্তু ভুয়ো ভোটারের দাবি উড়িয়ে দিয়ে কখনও নির্বাচন কমিশন-বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলছে তৃণমূল আবার কখনও হুমকি-হুঁশিয়ারি দিচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ফের স্পষ্ট করলেন, রাজ্যে SIR হবেই। SIR হলে কি সত্যি স্বচ্ছ ভোট হবে? নাকি SIR কে ঢাল করে রাজনৈতিক ফায়দা তুলতে চায় বিজেপি? প্রশ্ন তুলছে শাসকদল। ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলতে পারে SIR? কেন রাজ্যের শাসকদল NRC-র সঙ্গে তুলনা করছে SIR-এর? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার রাত ১০টায়।
