বিবিপি নিউজ: পুজো মিটলেই রাজ্যে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছিল। তবে সেই জল্পনার কি অবসান ঘটাতে চলেছে নির্বাচন কমিশন। কারন নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। তবে কি SIR-এর দিনক্ষণ ঘোষণা করবেন!
তবে বিশেষজ্ঞদের অনুমান, নির্বাচন কমিশনের এই বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে এসআইআরের নির্দিষ্ট সূচি।২০২৬ সালে বাংলা-সহ আরও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন। আগামী সপ্তাহের শুরুতেই তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে বলেও শোনা গিয়েছিল। তারই মধ্যে রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানাল, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক হবে। আর তাতেই জল্পনা উসকে উঠল, তবে কি সোমবারই এসআইআরের দিনক্ষণ ঘোষণা হবে?
