চরম নাটক থাইল্যান্ডের হাসপাতালে, করোনা 'পজিটিভ' সাইনা নেহওয়াল কয়েক ঘন্টার ব্যবধানে নেগেটিভ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

চরম নাটক থাইল্যান্ডের হাসপাতালে, করোনা 'পজিটিভ' সাইনা নেহওয়াল কয়েক ঘন্টার ব্যবধানে নেগেটিভ



বিবিপি নিউজ: মঙ্গলবার সকালে থাইল্যান্ড থেকে ট্যুইটারে ক্রীড়া প্রেমীদের মন খারাপর খবর দেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। কঠোর করোনা ভাইরাসের বিধিনিষেধ মানার পরেও তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ফলে প্রায় ১০ মাস বাদে কোর্টে ফেরার যে সুযোগ ছিল তা হারাতে চলেছেন তিনি। অপরদিকে করোনা পজিটিভ হন অপর ভারতীয় শাটলার এইচএস প্রনয় ও। তবে করোনা পজিটিভ যে সাইনা হয়েছেন তা তাকে জানানো হয় মৌখিকভাবে। তখন আপত্তি জানান সাইনা। তার দৃঢ় বিশ্বাস ছিল রিপোর্ট আসলে তিনি নিশ্চয় করোনা নেগেটিভ হবে। সাইনার সেই দৃঢ় বিশ্বাসেই শেষে পড়ল সিলমোহর। অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা হল সাইনা নেহওয়াল ও এইচএস প্রণয়ের কোভিড পরীক্ষার ফল ভুল বলে জানাল থাইল্যান্ড ওপেনের আয়োজকরা। ফলে থেকে অলিম্পিককের প্রস্তুতি হিসেবে দেখা এই টুর্নামেন্টে বুধবার তাঁরা অভিযান শুরু করবেন।

Pages