কৃষক বিক্ষোভের জের, বন্ধ দিল্লি যাওয়ার চিল্লা ও গাজীপুর সীমান্ত - BBP NEWS

Breaking

সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

কৃষক বিক্ষোভের জের, বন্ধ দিল্লি যাওয়ার চিল্লা ও গাজীপুর সীমান্ত



বিবিপি নিউজ: কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির রাজপথে কৃষকদের জমায়েতে বিক্ষোভে মুখ পুড়েছে কেন্দ্রীয় সরকারের। কৃষকদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছে দিল্লি পৌঁছনোর রাস্তাগুলো। কৃষকদের বিক্ষোভের কারণে চিল্লা এবং গাজীপুর সীমান্তে নয়ডা এবং গাজিয়াবাদ থেকে আসা গাড়িগুলো আনন্দ বিহার, ডিএনডি, ভোপড়া এবং লোনি সীমান্ত হয়ে দিল্লি আসার জন্য  বিকল্প পথ ব্যবহার করার কথা জানিয়েছেন দিল্লি ট্রাফিক পুলিশ। 

Pages