সুশান্ত মামলায় নয়া মোড়! দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজারকে গ্ৰেফতার এনসিবির - BBP NEWS

Breaking

রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

সুশান্ত মামলায় নয়া মোড়! দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজারকে গ্ৰেফতার এনসিবির



বিবিপি নিউজ: মাদক মামলায় আরও একবার নতুন মোড় নিল। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল একাধিক অভিনেতা অভিনেত্রীদের নাম। বলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রীদের এনসিবির দপ্তরে সকলকে হাজিরা দিতে হয়েছিল। এদের মধ্যে অন্যতম দিয়া মির্জা। 

এবার এনসিবি বিশ্ব সুন্দরী দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা কে গ্রেপ্তার করলো। শুধুমাত্র রাহিলা নয় গ্রেফতার করা হয়েছে তার বোন শায়িস্তা কেও। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এনসিবি গত শনিবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালানো শুরু করেছিলেন। দুজন ভারতীয় এবং দুইজন ব্রিটিশ নাগরিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনসিবি। তল্লাশি চালিয়ে যশোবন্ত হাইটস নামে একটি বিল্ডিং-এ বেশ কিছু ক্যারিয়ার বাজেয়াপ্ত করেছে। এ ক্যারিয়ার গুলি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 200 কেজি গাঁজা। দুইজন ভারতীয়দের মধ্যে একজন ছিলেন মহিলা এবং অন্যজন ছিলেন শায়স্তা। দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজার হলেন রাহিলা। তাই আরো একবার দিয়া মির্জার নাম খবরের শিরোনামে উঠে গেলে। দিয়া মির্জা ছাড়া অর্জুন রামপালকে কিছুদিন আগে সমন পাঠিয়েছিলেন এনসিবি।এনসিবি অর্জুন রামপালের গার্লফ্রেন্ড এবং তার ভাইকে গ্রেফতার করেছে।

Pages