বিবিপি নিউজ: বিমানবন্দরে মাটি ছেড়ে আকাশে উড়ান শুরুর কয়েক মিনিটের মধ্যেই মাঝ আকাশে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ায় বিমান। ওই বিমানে ৬২ জন আরোহী ছিল। শনিবার স্থানীয় সময় দুপুর ২.৪০ মিনিটে শ্রীবিজয়া এয়ারলাইন্সের বিমানটির সঙ্গে রেডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি সমুদ্রে ভেঙে পড়ে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
শনিবার দুপুরে ৫৬ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী নিয়ে জাকার্তা বিমানবন্দর থেকে পোনটিয়ানাকের উদ্দেশ্যে উড়ান শুরু করে বোয়িং ৭৩৭ বিমানটি। বিমানটিকে ২৯,০০০ ফুট উচ্চতায় ওড়ার অনুমতি দেয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। কিন্তু ১০,৮০০ ফুট উচ্চতায় উচ্চতায় ওঠার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর তল্লাশি শুরু হলে জানা যায় জাকার্তার সিওকার্নো হাত্তা বিমানবন্দর থেকে ১১ নটিক্যাল মাইল দূরে জাভা সাগরে ভেঙে পড়েছে সেটি। ল্যানক্যাং দ্বীপের কাছে সমুদ্রতল থেকে ১৫ মিটার নীচে নিমজ্জিত অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ ও যাত্রীদের দেহের খোঁজ পান উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রক ও বিমান সংস্থার তরফে বিমান ভেঙে পড়ার খবর স্বীকার করা হয়েছে।