বিবিপি নিউজ: আজ শনিবার বর্ধমানে জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কড়া ভাষায় আক্রামন করলেন রাজ্যের তৃনমূল সরকারকে। এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বারসতের তৃনমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন মিথ্যা খবর ছড়ানোয় বিজেপিকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। আরও বলেন বিজেপির যে সমস্ত নেতা ইদানীং বাংলায় আসছেন, তাঁদের পর্যটক বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, বিজেপির তিনটে ভাগ বাংলায়। আদি বিজেপি, নব্য বিজেপি ও পর্যটক বিজেপি। বাংলার মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না বলে দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ার কয়েকটি পোস্টের উদাহরণ টেনে আনেন এই তৃণমূল সাংসদ। সেই পোস্টগুলির সবক'টাই করেছেন বিজেপির আইটি সেল। কাকলির দাবি, প্রতিটি পোস্টই ভুয়ো। যাঁদের নিয়ে বা যে বিষয় নিয়ে ওই পোস্টগুলি করা হয়, সেগুলি খণ্ডন করে পরে অন্যরাও পোস্ট করেন। সেই বিষয় তুলে ধরেই এদিন কাকলি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।
শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
