বিবিপি নিউজ: রাজ্যের ১৩টি শিক্ষক সংগঠনের ১৩ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠল শহিদ মিনার চত্বর। শিক্ষক পুলিশের ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু শিক্ষক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই আন্দোলন তাঁদের প্রধান দাবি, ‘সমকাজে সম বেতন’। আজ, মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি ছিল শিক্ষক সংগঠনের। সমবেতনের দাবিতে তাঁরা এই কর্মসূচি গ্রহণ করেছেন। আজ অনশনের পাশাপাশি তাঁদের রক্তদান ও বই বিক্রির কর্মসূচিও ছিল বলে জানানো হয়েছে। কিন্তু এদিন একটি স্পোর্টস ক্লাবের দিক থেকে শহিদ মিনারে ঢোকার রাস্তাটিতে ২টি ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখে পুলিশ। ফলে তাঁদের রক্তদান কর্মসূচিতে সমস্যা হওয়ার প্রতিবাদে ব্যারিকেডের ভেঙে দেন আন্দোলনরত কয়েকশ শিক্ষক। আন্দোলনরত শিক্ষকদের দাবি ছিল, অনশনে আদালতের অনুমতি সত্ত্বেও পুলিশ কেন ব্যারিকেড দিয়ে ঘিরে রাখবে? এজন্য রক্তদানে অংশ নিতে ও বই কিনতে আসা মানুষজনের সমস্যা হচ্ছে। এরপর শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশের আলোচনা শুরু হয়। এদিকে আন্দোলনের সময় ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন অনশনকারী। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
