বিবিপি নিউজ: সোমবার শুনানির পর আজ মঙ্গলবার ফের কেন্দ্রীয় সরকার নয়া কৃষি আইন নিয়ে দেশের শীর্ষ আদালতে শুনানি হয়। প্রধান বিচারপতি বোবেদের ডিভিশন বেঞ্চ কৃষি আইনের ওপর স্থগিতাদেশ জারি করল। একই সঙ্গে চার সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। এই চার সদস্যের টিম বিতর্কিত কৃষি আইনের বিভিন্ন অধ্যায় বিচার বিবেচনা করে দেখবেন।
সাময়িক ভাবে স্থগিত করলেও এটা যে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নয়, সেটা স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। তবে এদিন বেশ কিছু চাষী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কমিটির সঙ্গে কথা বলবে না। তাই আদপেও কমিটি গড়ে জট খুলবে কিনা, সেই নিয়ে সংশয় থেকেই গেল। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে তারা কমিটি গঠন করবে। যেভাবে আলোচনা চলছে, সেই নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। কোনও রক্তক্ষয় হলে দায় কে নেবে, সেই প্রশ্নও তোলে আদালত। পর্যাপ্ত আলোচনা না করেই এই আইন আনা হয়েছে, কার্যত সেই কথা বলে এই সমস্যা কেন্দ্রকেই মেটাতে হবে বলে জানায় শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। আদালতের আশা এই কমিটি তিনটি কৃষি আইনের খুঁটিনাটি বিচার করে বলতে পারবে কোন কোন ধারা আপত্তিজনক। কমিটিতে রয়েছেন কৃষিনেতা ভূপিন্দর মান, অশোক গুলাটি, অর্থনীতিবিদ, প্রমোদ যোশী, কৃষি বিশেষজ্ঞঅনিল ধানাওয়াত।