বিবিপি নিউজ: যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে জল্পনা। টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্কে কি সত্যিই ভাঙন ধরেছে? টলিপাড়ায় বেশ কয়েকদিন ধরেই সেই গুঞ্জন চলছে। এই গুঞ্জনের মধ্যেই রবিবার আরও জল্পনা বাড়ল। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন নুসরত জাহান ও নিখিল জৈন।
টলিপাড়ায় কান পাতলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নুসরত ও নিখিলের সম্পর্কে ফাটল ধরেছে। এই জল্পনা আরও কিছুটা বাড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে একে অপরকে ইতিমধ্যেই আনফলো করে দিয়েছেন এই দম্পতি। আর তাতেই আরও জোরদার হয়েছে নুসরত-নিখিলের বিয়ে ভাঙার গুঞ্জন। কিছুদিন আগেই সহ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সাংসদ, অভিনেত্রীর রাজস্থান বেড়াতে যাওয়ার খবরে নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও যশ বা নুসরত কেউই নিজেদের ইনস্টাগ্রাম পেজে একে অপরের সঙ্গে রাজস্থান ভ্রমণের ছবি পোস্ট করেননি। তবে তাঁদের ফ্যান পেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে নুসরত-যশের আজমেঢ় শরিফে যাওয়ার ছবি ও ভিডিও। আর তাতেই ছড়ায় যশের সঙ্গে প্রেম, আর নিখিলের সঙ্গে নুসরতের বিয়ে ভাঙার খবর। আর এবার সোশ্যালে ছড়িয়ে পড়ল ইনস্টাগ্রামে নুসরত-নিখিলের একে অপরকে আনফলো করার স্ক্রিনশট। তবে টলিউডের অভিনেত্রীর সংসারে কি হয় তা এখন অপেক্ষা মাত্র।