বিবিপি নিউজ: ভারতে করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ড অনুমোদনের এক সপ্তাহ পর সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) কাছ থেকে টিকা কিনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ সোমবার এসআইআই-এর সঙ্গে টিকা ‘পারচেজ অর্ডার’-এ স্বাক্ষর করলেন কেন্দ্রীয় সরকার।
চলতি জানুয়ারির ৩ তারিখ জরুরি ভিত্তিতে কোভিশিল্ড ব্যবহারের অনুমতি দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)।প্রাথমিকভাবে ১.১ কোটি করোনা টিকার ডোজ কিনতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার সকাল থেকেই টিকা বণ্টনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছে। প্রতি ডোজ কোভিশিল্ড টিকা ২০০ টাকা দরে কেনার চুক্তি হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে করোনা ভাইরাস টিকা তৈরি করেছে ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকা। ভারতে সেই টিকা উৎপাদন করছে সেরাম। আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হতে চলেছে টিকাকরণ প্রক্রিয়া। প্রাথমিকভাবে প্রায় ৩০ কোটি মানুষকে টিকা প্রদান করা হবে। সর্বপ্রথম টিকা পাবেন প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মী-সহ প্রথমসারির করোনা ভাইরাস যোদ্ধারা।