বিবিপি নিউজ: কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে শুনানিতে দেশের শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল বিজেপি সরকার। এদিন আদালতে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারকে বিচারপতি বলেন 'কৃষকদের বিদ্রোহ মেটাতে কেন্দ্রের সদিচ্ছার অভাব, আইন প্রণয়নে একগুঁয়েমি রয়েছে'। প্রধান বিচারপতির এমন মন্তব্যে ফের একবার অস্বস্তিতে পড়েছে কেন্দ্র।
৩টি কৃষি আইন আপাতত স্থগিত রাখাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া ৩টি কৃষি আইনের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি একত্রিত করে শুনানি চলছে প্রধান বিচারপতির বেঞ্চে। সেই শুনানিতেই সোমবার কেন্দ্রকে একের পর এক বিষয়ে প্রশ্ন তুলে তীব্র ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি। এই সময়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রধান বিচারপতির তোপের মুখে কার্যত সে সব উডে় গিযেছে। গোটা প্রক্রিয়ায় কেন্দ্রের ভূমিকায় শীর্ষ আদালত ‘হতাশ’ বলেও মন্তব্য করেছেন বোবদে।