বিবিপি নিউজ: ভয়াবহ পথ দূর্ঘটনায় প্রান হারালেন কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েকের স্ত্রী বিজয়া নায়েক।আজ সোমবার কর্নাটকে আনকোলার কাছে পথ সস্ত্রীক দুর্ঘটনার কবলে আয়ুষমন্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শ্রীপদ নায়েকের স্ত্রীর। মৃত্যু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত সহায়কেরও। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় মন্ত্রী নায়েক।
জানা গেছে, এদিন উত্তর কন্নড় জেলায় ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি। সেখান থেকে গোয়ায় ফেরার পথে হয় কর্নাটকে আনকোলার কাছে দূর্ঘটনার কবলে পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মন্ত্রীর স্ত্রীর। পাশাপাশি প্রান হারিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সহায়কেরও। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৮ বছর বয়সী শ্রীপদ নায়েকের। মোদী সরকারের আমলে গঠিত আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।