মালাবদলের সময় ফ্যান ধরে ঝুলছে বর,বরকে ধরে ঝুলছে বউ - BBP NEWS

Breaking

রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

মালাবদলের সময় ফ্যান ধরে ঝুলছে বর,বরকে ধরে ঝুলছে বউ



বিবিপি নিউজ: বিয়ের পর মালাবদলের সময় বর এবং কনেকে উঁচুতে তুলে একে অপরের প্রতি শুভ দৃষ্টি সম্পন্ন করা হয়। কিন্তু এই বিয়েতে বর এবং কনেকে এতটাই উপরে তোলা হয়েছে যে বর ভয়ে সিলিং ফ্যান ধরে ঝুলতে শুরু করেছে। তাকে দেখে কনেও বরকে ধরে ঝুলে পড়ে।

বিয়ের মৌসুমে হঠাৎ এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বরকে এতটাই উঁচুতে তুলে ধরা হয় যে সে পৌঁছে গিয়েছে ঘরে টাঙানো সিলিং ফ্যানের কাছাকাছি। এতে বেশ ঘাবড়েই যায় বর। সে সিলিং ফ্যানটি ধরে ফেলে এবং সেই ফ্যান ধরেই ঝুলতে শুরু করে। যদিও তেমন কোনো দুর্ঘটনা ঘটে নি। কিছুক্ষণের মধ্যেই বরকে সেখান থেকে সুরক্ষিত নামিয়ে আনেন পরিজনরা। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। নেট পাড়ার অধিবাসীরা বরের এই কীর্তি দেখে ভীষণই মজা পেয়েছেন। নানান মন্তব্য করছেন তারা কমেন্ট বক্সে। ইতিমধ্যেই ৭ লাখের বেশি নেটাগরিক দেখে ফেলেছে  ভিডিওটি।

Pages