বিবিপি নিউজ: গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় দু'কোটি টাকা মূল্যের হিরোইন। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার পাঞ্জাবের লুধিয়ানায় স্পেশাল টাস্কফোর্সের কর্মীর অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। অন্যদিকে আফ্রিকা থেকে ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের হিরোইন উদ্ধার করেছে মুম্বাই বিমানবন্দরের শুল্ক দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। তাঁরা জানিয়েছেন ওই ব্যাক্তি শিশুর জামার মধ্যে হেরোইন লুকিয়ে রেখেছিলেন।
রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
