ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করলো ট্যুইটার! - BBP NEWS

Breaking

শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করলো ট্যুইটার!



বিবিপি নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট স্থগিত করলেন ট্যুইটার কতৃপক্ষ।  এরপরেই ট্যুইটার কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন যে, ট্রাম্পের উষ্কানি মূলক মন্তব্যের জেরে ভবিষ্যতে সহিংসতা নষ্টের আশঙ্কা রয়েছে। এরফলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের @realDonaldTrump অ্যাকাউন্টটি স্থায়ী ভাবে বরখাস্ত করা হয়েছে।


প্রসঙ্গত, ওয়াশিংটনে কংগ্রেস ভবন ক্যাপিটল-এ ট্রাম্প সমর্থনকারীদের হামলার পর ট্রাম্প তাদেরকে ট্যুইট করে আহ্বান জানিয়েছিলেন। এরপরেই ট্যুইটার কতৃপক্ষ  "@realDonaldTrump অ্যাকাউন্ট থেকে ট্যুইট গুলো পর্যবেক্ষণ এবং সেটাকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি" হয়েছে তার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। এর আগে ট্রাম্পের অ্যাকাউন্টটি ট্যইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে ১২ ঘণ্টার জন্য অচল করে রেখেছিল।


তখনই ট্যুইটার কতৃপক্ষ ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে তাঁরা ট্রাম্পের অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করবে যদি তিনি এই প্ল্যাটফর্মের নিয়মনীতি ভঙ্গ করেন। এরপরেই ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করলেন।

Pages