বিবিপি নিউজ: CBSE বোর্ড পরীক্ষার কারণে পিছিয়ে গেল স্নাতক ও স্নাতকোত্তরে আইন পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা কমন ল অ্যাডমিশন টেস্ট বা CLAT। ২০২১ সালের মে মাসে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে জুন মাসে করা হয়েছে।
গত সপ্তাহে ঘোষণা করা হয় আগামী মে মাসে CBSE বোর্ড পরীক্ষা হবে। তাই পূর্ব নির্ধারিত সময়ে CLAT ২০২১ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। ৬ জানুয়ারি ন্যাশনাল ল ইউনিভার্সিটির কনসর্টিয়ামের একজিকিউটিভ কমিটি বৈঠক করে CLAT এর দিন পরিবর্তন করে। দেশ জুড়ে ২২টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা CLAT। ন্যাশনাল ল ইউনিভার্সিটির কনসোর্টিয়াম এই পরীক্ষা আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এই কনসোর্টিয়ামে থাকে। ৩১ মার্চ,২০২১ পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ হবে। ১৩ জুন বেলা দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত পরীক্ষা হবে। আবেদন করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in এ গিয়ে।