চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধাওয়ান! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধাওয়ান!



বিবিপি নিউজ: বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সম্পর্ক রয়েছে বরুণ ধাওয়ানের। তাঁর ফ্যানের আগেই সে খবর পেয়েছেন। এই পরিস্থিতিতে বরুন ধাওয়ানের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ার জোরকদমে চলছে চর্চা। আর নতুন বছরের শুরুতেই মিলল সুখবর। সব ঠিকঠাক থাকলে নাকি চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ডেভিড ধাওয়ান পুত্র।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, সম্প্রতি নাকি আলিবাগের একটি পাঁচতারা হোটেল বুক করেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানের জন্যই যে তা বুক করা হয়েছে, সে নিয়ে কোনও সন্দেহ নেই। করোনা ভাইরাস বিধিনিষেধ মেনেই হবে সমস্ত আপ্যায়ন। করোনা আবহে আমন্ত্রিতদের তালিকায় প্রচুর কাটছাঁট করা হচ্ছে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজন ছাড়া খুব বেশি কাউকে আমন্ত্রণ জানানো হবে না বলেই শোনা যাচ্ছে। পাঞ্জাবি মতে সারবেন বরুণ ও নাতাশা। 


Pages