মাঝ আকাশে বিমান দরজা খুলে নামার চেষ্টা, যাত্রীকে বেঁধে রাখলেন বিমানকর্মীরা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

মাঝ আকাশে বিমান দরজা খুলে নামার চেষ্টা, যাত্রীকে বেঁধে রাখলেন বিমানকর্মীরা



বিবিপি নিউজ: মাঝ আকাশে চলন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টা করায় এক নারীকে বেঁধে রাখতে বাধ্য হলেন বিমানকর্মীরা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানে। জানা গেছে টেক্সাস থেকে নর্থ ক্যারোলিনা যাওয়ার পথে এক নারী মাঝ আকাশে চলন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টা করেন। প্রথমে বিমানকর্মীরা তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই নারী অসংযত আচরণ করলে বাধ্য হয়ে তাকে টেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখেন বিমানকর্মীরা। তিন ঘণ্টার ফ্লাইটে ওই নারী নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়ে অসংযত আচরণ শুরু করেন বলে বলা হয়েছে। এদিকে, ওই নারীকে এভাবে টেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখার সমালোচনা করেছেন অনেকে। তাদের মতে, ভালো কোনো উপায়ে ওই পরিস্থিতি সামাল দিতে পারতেন বিমান কর্তৃপক্ষ।যদিও বিমান কর্তৃপক্ষের দাবি সেসময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য কোনো উপায় মাথায় আসেনি তাদের।


Pages