![]() |
| ছবি: এবিপি আনন্দ |
বিবিপি নিউজ,নদিয়া: সোমবার সাতসকালে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জাল পাসপোর্ট কাণ্ডে এবার হানা নদিয়ার চাকদহে। চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে কাঠ মিস্ত্রীর বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি-জেরা চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এ দিন সকালেই নদিয়ার চাকদার পরারি গ্রামে পৌঁছে যায় ইডি টিম। সোজা গিয়ে হাজির হন বিপ্লব সরকার নামে এক কাঠ মিস্ত্রির বাড়িতে। আপাতদৃষ্টিতে অতি সাধারণ দেখতে এই মাটির বাড়িতে ঢুকেই শুরু হয় তল্লাশি। ইডি টিমের হাতে এসেছে পাসপোর্টও। কোথা থেকে, কীভাবে তৈরি করা হয়েছে এই পাসপোর্ট, তা খতিয়ে দেখছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। পাসপোর্ট ব্যবহার করে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে। সেই সময় ইডি আজাদের সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে তল্লাশি চালিয়েছিল। আজকের তল্লাশিও সেই সূত্র ধরেই।
