বিবিপি নিউজ: স্পেন সফর শেষে এবার এবার বার্সেলোনায় পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাঁকে ভুল করে 'প্রধানমন্ত্রী' সম্বোধন করে বসলেন এক শিল্পী। আর সব দেখে শুনে হেসে ফেলেন মমতা নিজে। তা নিয়ে মুখ খুললেন স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও।
রাজ্যে বিনিয়োগ টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছেন মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। সফরের প্রথম ভাগে মাদ্রিদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে এখন বার্সেলোনায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রবাসী বাঙালি এবং অবাঙালি ভারতীয়দের সঙ্গে দেখা করলন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তুলে ধরলেন 'ভারতের ধারণা'। আর বার্সার অনুষ্ঠানেই এক শিল্পী তাঁকে 'প্রধানমন্ত্রী' বলে সম্বোধন করে বসেন। যা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেসে ফেলেন।
