টেলিকম রেগুলেটারে প্রমানিত হল ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক জিও - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

টেলিকম রেগুলেটারে প্রমানিত হল ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক জিও


বিবিপি নিউজ, অনিন্দিতা কর: বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক জিও। মে মাস পর্যন্ত টেলিকম রেগুলেটারির তথ‍্যের ওপর ভিত্তি করে এয়ারটেলকে পিছনে ফেলে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কের স্থান পেল জিও। টেলিকম রেগুলেটারির তথ‍্যানুযায়ী এপ্রিল থেকে যে মাস পূর্যন্ত জিও র গ্রাহকের সংখ্যা বেড়েছে ৮২ লক্ষের কাছাকাছি। সর্বমোট গ্রাহকের সংখ্যা ৩২ কোটি ৩০ লক্ষের কাছাকাছি।


 ২০১৫ সালে ভারতে আসার পর টেলিকম দুনিয়ায় এক বিরাট পরিবর্তন এনেছে জিও বিশেষ করে নেট জগতে এনেছিল ব‍্যাপক পরিবর্তন। যা প্রতিযোগিতার বাজারে অন‍্যান নেটওয়ার্ক ব‍্যাবস্থাকে বাধ‍্য করে ছিল গ্রাহকে দের বিশেষ সুযোগ সুবিধা দিতে। তবে  তথ‍্য অনুযায়ী জিও এয়ারটেল কে ছাড়িয়ে প্রথম স্থানে আছে ভোডাফোন ও আইডিয়ার যৌথ সংস্থা। তাদের সর্বমোট গ্রাহকের সংখ্যা ৩৮ কোটি র কাছাকাছি।

Pages