ধাওয়ান ও রায়নার ১১ কোটি সম্পত্তি ‘দখল’ ইডির, বিপাকে দুই ক্রিকেটার - BBP NEWS

Breaking

শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ধাওয়ান ও রায়নার ১১ কোটি সম্পত্তি ‘দখল’ ইডির, বিপাকে দুই ক্রিকেটার

 


বিবিপি নিউজ: বেটিং অ্যাপ কান্ডে বিপাকে ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান। বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ মামলায় তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি। দুই ক্রিকেটারের ১১.১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এক্স হ্যান্ডলে বিস্তারিত তথ্য তুলে ধরেছে জানিয়েছে, রায়নার ৬.৬৪ কোটি টাকা মূল্যের মিউচুয়াল ফান্ড এবং ধাওয়ানের ৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। রায়না বা ধাওয়ানের মতো প্রাক্তন তারকা ক্রিকেটারের নাম বেটিং অ্যাপের দুর্নীতিকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়া নজিরবিহীন বলে জানিয়েছেন ।


Pages