হাত পা বিহীন ফটোগ্রাফার যুব সমাজের আইকন, প্রতিবন্ধীকে জয় করেছেন তিনি! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

হাত পা বিহীন ফটোগ্রাফার যুব সমাজের আইকন, প্রতিবন্ধীকে জয় করেছেন তিনি!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তেমনটাই ইচ্ছে শক্তি দিয়ে দেখিয়ে দিলেন এক প্রতিবন্ধী ফটোগ্রাফার কাম শিক্ষক। তিনি এখন আইকন হয়ে দাঁড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার একাংশের। প্রশংসা কুড়িয়েছেন প্রচুর।

শারিরীক অক্ষমতা কে জয় করে নিজেকে প্রতিষ্ঠিত ফটোগ্রাফার করে তুলেছেন ২৫ বছরের ওই যুবক।
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন প্রতিবন্ধী হলেও কিভাবে লড়াই করতে হয়। এখন তিনিই শিক্ষক তিনি ফটোগ্রাফার। নাম জুলকারনাইন। ইন্দোনেশিয়ার আলজেজিয়ার এক ছোটে শহরের বাস করেন।

জন্ম থেকেই প্রতিবন্ধী, হাত পা ছাড়াই জন্মগ্রহণ করেন। সবাই ভেবেছিলেন হয়তো তিনি কিছুই করতে পারবেন না। কিন্তু সকলের ভাবনাকে তুচ্ছ করে তিনি এখন ইন্দোনেশিয়ার শ্রেষ্ঠ ফটোগ্রাফারের পুরষ্কার অর্জন করে নিয়েছেন।

তিনি জয় করেছেন ইন্দোনেশিয়ার পর্বত সেখানেও তুলেছেন ফটো। ছোটবেলায় নিজের সখের জন্য ফটো তুলতেন কিন্তু তার ওই প্রতিবন্ধী হাতের ক্লিকে মন জিতে নেয় সকলের।

এরপরেই আস্তে আস্তে প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যান। তাঁর তোলা প্রতিটি ফটো তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন। এবং তিনি লিখেছেন আমি কে সেটা কাউকে না জানলেও হবে। আমার কাজ দেখে মানুষ মুগ্ধ এতেই আমি খুশি।

২৫ বছরের এই প্রতিবন্ধী যুবক ফোটো তোলা ছাড়াও পিয়ানো বাজাতে পারেন। তিনি নিজে হাতে ক্যামেরার লেন্স বদলানো থেকে শুরু করে ভারী ক্যামেরা বহন নিজেই করেন।

জুলকারনাইন দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তিনি চারচাকা বিশিষ্ট মোটর বাইক ব্যবহার করনে এবং সেটি তিনি নিজে চালান।

Pages