সাময়িক ভাবে বন্ধ শিয়ালদহ বনগাঁ শাখায় ট্রেন পরিষেবা, পুরীর জন্য বিশেষ ট্রেন! - BBP NEWS

Breaking

রবিবার, ৭ জুলাই, ২০১৯

সাময়িক ভাবে বন্ধ শিয়ালদহ বনগাঁ শাখায় ট্রেন পরিষেবা, পুরীর জন্য বিশেষ ট্রেন!

বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা:  সপ্তাহের ছুটির দিনে সমস্যায় নিত্যযাত্রীরা। ফের লোকাল ট্রেনের পরিষেবা সাময়িক ভাবে বন্ধ। শি

বনগাঁ ডিভিশনের ট্রেন চলাচল শনিবার রাত ১২.১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক রাখা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে ১৩ ঘন্টার এই ব্লকে শিয়ালদহ বনগাঁ ডিভিশনের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে মেট্রো রেলের কাজ চলবে।

 এই সময়ে শিয়ালদহ বনগাঁ ডিভিশনের বারাসাত জংশন থেকে বনগাঁও জংশন স্টেশনের মধ্যে ১৬ টি লোকাল ট্রেন চলবে। এছাড়া বারাসাত জংশন থেকে বিরাটী স্টেশন পর্যন্ত ট্রেন চলবে। বারাসাত থেকে হাসনাবাদ পর্যন্ত ট্রেন চলাচল করবে।

অন্যদিকে যাত্রীদের কথা মাথায় রেখে যাত্রীদের ভিড় সামাল দিতে সাঁতরাগাছি-পুরী, এবং পুরী-সাঁতরাগাছী রুটে ১৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল।

 দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ট্রেনগুলি চলবে। সাঁতরাগাছি থেকে ট্রেনগুলি ছাড়বে প্রতি শনিবার। ফিরতি ট্রেনগুলি পুরী থেকে ছাড়বে প্রতি শুক্রবার। যাত্রাপথে ট্রেনগুলি খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক সহ অন্যান্য স্টেশনে দাঁড়াবে।


আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages