বিবিপি নিউজ: আষাঢ়ের ১৯ তখরিখে পা পড়লেও দেখা মিলল না বর্ষার। এ সপ্তাহের প্রথমে দুই এক ফোঁটা বর্ষার চেনা বৃষ্টি দেখা গেলেও খেতে জমা জলের বৃষ্টি কোথায়? তবে ভালো বৃষ্টি পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিও। আজ শুক্রবার হয়তো খানিকটা বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ।
কিন্তু হাওয়া ভবন সূত্রে জানা গেছে বর্ষার দাপট কমবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফের ঝিমিয়ে পড়তে পারে মৌসুমি বায়ুর তেজ।
জাঁকালো বর্ষার জন্য ফের কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের দিকে তাকিয়ে আবহাওয়াবিদরা। তবে নিম্নচাপের বদান্যতায় আসা বৃষ্টির বড় অংশ টেনে নিয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। ভালো বৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশেও। তবে যেভাবে মরশুমের শুরু থেকেই বৃষ্টির ঘাটতির কলঙ্ক মাথায় নিয়ে দিন কাটছে তাতে ক্ষতির সম্মুখীন রাজ্যের কৃষককূল।
এদিকে বৃষ্টির না হওয়ায় চাষীদের মাথায় হাত।পারছে না বর্ষার ধান রোপন করতে না পারছে পাট কাটতে। হাবড়া ব্লকের এক চাষী জানান পর্যাপ্ত পরিমাণে জল নেই ডোবা গুলিতে ফলে পারছি নি পাট কাটতে জমিতেই শুকিয়ে যাচ্ছে পাট গাছ অন্যদিকে আষাঢ় মাসের মাঝামাঝি হলেও জলের অভাবে জমি কাদা করতে পারছি না, খুব সমস্যায় পড়তে হচ্ছে। অনাবৃষ্টির ফলে বহু ফসল উৎপাদন হবে না বলে তিনি জানান।
কিন্তু হাওয়া ভবন সূত্রে জানা গেছে বর্ষার দাপট কমবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফের ঝিমিয়ে পড়তে পারে মৌসুমি বায়ুর তেজ।
জাঁকালো বর্ষার জন্য ফের কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের দিকে তাকিয়ে আবহাওয়াবিদরা। তবে নিম্নচাপের বদান্যতায় আসা বৃষ্টির বড় অংশ টেনে নিয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। ভালো বৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশেও। তবে যেভাবে মরশুমের শুরু থেকেই বৃষ্টির ঘাটতির কলঙ্ক মাথায় নিয়ে দিন কাটছে তাতে ক্ষতির সম্মুখীন রাজ্যের কৃষককূল।
এদিকে বৃষ্টির না হওয়ায় চাষীদের মাথায় হাত।পারছে না বর্ষার ধান রোপন করতে না পারছে পাট কাটতে। হাবড়া ব্লকের এক চাষী জানান পর্যাপ্ত পরিমাণে জল নেই ডোবা গুলিতে ফলে পারছি নি পাট কাটতে জমিতেই শুকিয়ে যাচ্ছে পাট গাছ অন্যদিকে আষাঢ় মাসের মাঝামাঝি হলেও জলের অভাবে জমি কাদা করতে পারছি না, খুব সমস্যায় পড়তে হচ্ছে। অনাবৃষ্টির ফলে বহু ফসল উৎপাদন হবে না বলে তিনি জানান।