দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের!

বিবিপি নিউজ,কামাখ্যাগুঁড়ি: গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ ও গেটে তালা মেরে দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ালো কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙায়। তৃণমূল কংগ্রেস পরিচালিত খোয়ারডাঙা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বিকেলে গ্রাম দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কিছুক্ষণ পর গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঢোকার মূল গেটে তালা মেরে দেয় বিজেপির কর্মী সমর্থকরা। প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য, অফিসের আধিকারিক ও কর্মীদের ভেতরে আটকে রেখে চলে বিক্ষোভ।

গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে যাতায়াতের পথও আটকে দেওয়া হয়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। যদিও শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েত অফিস তালা বন্ধ রেখে চলে যায়।

বিজেপির কুমারগ্রাম ১ নম্বর সাংগঠনিক মণ্ডলের সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাস বলেন, গত ২০ জুন আমরা প্রধানকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একটি ডেপুটেশন দেই। প্রধান ২০ দিনের সময় নেন। ২০ দিন অতিক্রান্ত হওয়ার পর আমরা প্রধানের কাছে যাই। প্রধান আরও ৭ দিন সময় নেন। ৩ কোটি ৮২ হাজার ৯৬২ টাকার ১৯৮ টি কাজ একজনের নামে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। ১ জন ব্যক্তি ১৯৮ টি কাজ কিকরে করতে পারে? ৩ কোটি ৮২ হাজার ৯৬২ টাকা কিকরে বিল দেওয়া হল? এটা জানতে আমরা আরটিআই করেছি। এখনও আরটিআই-এর উত্তর পাইনি। আরটিআই-এর উত্তর এবং ডেপুটেশনের বিষয়ে জানতে এদিন আমরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে আসি। কিন্তু প্রধান আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। যার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা মেরে দিয়েছি।

এ বিষয়ে খোয়ারডাঙা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরোজকুমার বসুমাতা জানান, বিজেপি নেতৃত্ব ডেপুটেশন দিয়েছিল। তাদের কাছে ৭ দিন সময় চেয়েছি। ৭ দিন পরে বিজেপি নেতৃত্বদের সাথে দাবি গুলি নিয়ে আলোচনা করি। উনারা সন্তুষ্ট হয়ে চলে যান।

বিজেপি তরফে অভিযোগ করা হয়েছে যে, একজন ব্যক্তি ১৯৮ টি কাজ পেয়েছে। কিন্তু সবাই জানে আমাদের এখানে কয়টা এনআরইজিএস কাজ হয়েছে। এখানে এমন কোনো ঘটনা ঘটেনি। এদিন আমি ব্লক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। সেসময় হঠাৎ করে বিজেপির লোকজন অফিসের গেটে বিক্ষোভ দেখাতে থাকে এবং তালা মেরে দেয়। আগে থেকে আমাকে কিছু জানানো হয়নি। ওদের কি বক্তব্য তাও জানিনা। দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি। উনারা আরটিআই করেছেন। আরটিআই-এর মাধ্যমে সব তথ্য জেনে যাবেন।

Pages