মুখ্যমন্ত্রীর স্ত্রীকে ফোন,ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ২৩ লক্ষ টাকা - BBP NEWS

Breaking

শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

মুখ্যমন্ত্রীর স্ত্রীকে ফোন,ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ২৩ লক্ষ টাকা

বিবিপি নিউজ নেটওয়ার্ক: নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার বলে পরিচয় দিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ টাকা গায়েব। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রণীত কাউরের সঙ্গে। বড়সড় প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বুধবার পুলিস জানিয়েছে, পাতিয়ালার কংগ্রেস সাংসদ প্রণীতের কাছে কয়েকদিন আগে একটি ফোন আসে। নিজেকে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দিয়ে ফোনের ওপারের ব্যক্তি প্রণীতের কাছ থেকে নানা তথ্য জানতে চান। ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রণীতের বেতন ট্রান্সফারের জন্যই তিনি ফোন করেছেন বলে দাবি করেন।

 সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী তিনি সাংসদের অ্যাকাউন্ট নম্বর, এটিএম পিন, সিভিসি নম্বর এবং একটি ওটিপি জেনে নেন। ওই ফোনকল কাটার পরই কাউরের কাছে মেসেজ আসে যে, তাঁর অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তখনই তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন। পাতিয়ালার এসএসপি মনদীপ সিং সিধু জানান, অভিযুক্তের ফোন কলের সূত্র ধরে তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়।

Pages