জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড'র নিহত শহীদদের স্মরণে রক্তদান শিবির - BBP NEWS

Breaking

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড'র নিহত শহীদদের স্মরণে রক্তদান শিবির

সনাতন গরাই,দুর্গাপুর: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড'র ১০০ তম বর্ষপূর্তিতে নিহত সকল ব্যক্তিদের প্রতি শোকজ্ঞাপন করে রক্তদান শিবির  অনুষ্ঠিত হল দুর্গাপুর ডি এ ভি মডেল স্কুলে। এক উৎসব মুখর পরিবেশে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা মিলিয়ে ১২ জন মহিলা সহ ৬০ জন রক্তদান করেছেন।

এই প্রথম রক্তদান করেছেন ৬জন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবক বন্ধুরা ও আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক টীমেরে সহায়তায় শিবির সম্পন্ন হল।শিবিরে আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক ইনচার্জ ডাঃ সঞ্জিত চ্যাটার্জি ও দুর্গাপুর ইস্পাত হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ  গৌতম গুপ্ত উপস্থিত ছিলেন।

 স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি পাপিয়া মুখোপাধ্যায় কে এই মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য বিশেষভাবে মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম  শুভেচ্ছা জ্ঞাপন করে। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক কবি ঘোষ জানিয়েছেন দুর্গাপুরে মানুষ রক্তদান শিবির করে যেভাবে সাহার্য্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাতে করে রক্তের সংকটে আর কোনো মানুষকে মরতে  হবে না,এবং ২০২০ মধ্যে ব্লাড ব্যাংকে ১০০% রক্তে পরিপূর্ণ হয়ে যাবে।

Pages