দূর্ঘটনায় মৃত্যু হয়েছে মায়ের, কুকুরের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে মা গরু! - BBP NEWS

Breaking

সোমবার, ১৬ মার্চ, ২০২০

দূর্ঘটনায় মৃত্যু হয়েছে মায়ের, কুকুরের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে মা গরু!

বিবিপি নিউজ: মা তো মা-ই হয়। সে যে কোন অবলা প্রানী-ই হোক না কেন। মায়ের স্নেহের থেকে বেশি কিছু হয় না। তেমনি একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মা গরু দুধ খাওয়াচ্ছে ছোট্ট কুকুরের বাচ্চাদের।
ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক প্রত্যন্ত গ্রামে। ইউবিসিএল সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। কয়েকদিন আগেই একটি লড়ির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় মা কুকুরের।
তারপর থেকেই খাওয়ার অভাবে কাতরাচ্ছিল কুকুরের বাচ্চাগুলো। এরপরে এগিয়ে আসে একটি মা গরু, কুকুরের বাচ্চাদের নিজের স্তনের দুধ খাওয়ালেন মায়ের স্নেহে।

Pages