বিবিপি নিউজ,ডানকুনি: একমাত্র ভারতেই যে গোবর ও গোমূত্রে করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব তা আগেই পার্টি করেছিলেন হিন্দু মহাসভা। এবার তা বাজারজাত করা হল বাংলায়। রাস্তার উপর টেবিল পেতে দেদার বিক্রি হচ্ছে গোমূত্র ও গোবর। প্রতি লিটার ৪০০/৫০০ টাকা দরে মিলছে গোমূত্র। এমন ঘটনার সাক্ষী রইল হুগলির ডানকুনির দিল্লি রোডের উপর। একটি দোকানের সামনে টেবিল পেতে গোমূত্র বিক্রি করা হচ্ছে।
সোমবার, ১৬ মার্চ, ২০২০
