যাত্রীবাহী বাসের পিছনে ডাম্পারের ধাক্কা, আহত 15 - BBP NEWS

Breaking

শনিবার, ২১ মার্চ, ২০২০

যাত্রীবাহী বাসের পিছনে ডাম্পারের ধাক্কা, আহত 15

বিবিপি নিউজ: যাত্রীবাহী বাস ও ডাম্পারের সংঘর্ষে গুরুতর জখম ১৫ জন‌। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুরের তমলুকের 41 নম্বর জাতীয় সড়কের উপর নিমতৌড়ি বাস স্ট্যান্ডে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানিয়েছেন, হলদিয়া থেকে মেচেদাগামী বেসরকারি ওই যাত্রী ভর্তি বাস এদিন বিকেলে নিমতৌড়ি বাস স্ট্যান্ডে দাঁড়ায় ৷ সে সময় বাসের সামনে একটি ডাম্পার দাঁড়িয়ে ছিল ৷ স্ট্যান্ডে আসার পর বেশ কিছু যাত্রী বাসে ওঠানামাও করছিলেন । হঠাৎই দ্রুতগতিতে আসা একটি ডাম্পার সজোরে বাসের পিছনে ধাক্কা মারে । যার ফলে সামনে থাকা আরও একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি ৷ আচমকা এই ঘটনায় বাসের মধ্যে থাকা যাত্রীরা হুড়মুড়িয়ে পড়ে যায় বাসের মধ্যে। কয়েকজন যাত্রীর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট লাগে।
 ঘটনার খবর পেয়ে  ট্রাফিকে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে ৷ পরে তমলুক থানার পুলিশ আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও পাঁচজন যাত্রী এখনও জেলা হাসপাতালে চিকিৎসাধীন । 

Pages