ভারী তুষারপাত,১৬০ জনকে উদ্ধার সেনাবাহিনীর চিতাবাঘ ব্রিগেডের! - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মার্চ, ২০২০

ভারী তুষারপাত,১৬০ জনকে উদ্ধার সেনাবাহিনীর চিতাবাঘ ব্রিগেডের!

বিবিপি নিউজ: একদিকে করোনার সংক্রমন অন্যদিকে প্রকৃতির রোষে পড়ে জন জীবন বিধ্বস্ত কাশ্মির বাসীর।

ভারী তুষারপাতের জেরে জম্বু ও কাশ্মীরের বেশ কিছু এলাকা বরফে ঢাকা পড়েছে। ভারতীয় সেনাবাহিনীর স্নো চিতাবাঘ ব্রিগেডের দাওয়ার ব্যাটালিয়নের জওয়ানেরা।
গুরেজ উপত্যকার দাওর ও সোনারওয়াইন সেনাবাহিনীর হেলিপ্যাডে করে  চারজন গুরুতর অসুস্থ রোগী সহ ১৬০ সাধারণ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।

Pages