করোনার থাবা মধ্যমগ্রামে, আক্রান্ত ‌কাউন্সিলর! - BBP NEWS

Breaking

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

করোনার থাবা মধ্যমগ্রামে, আক্রান্ত ‌কাউন্সিলর!

বিবিপি নিউজ: মরন ভাইরাসের থাবা মধ্যমগ্রামের কাউন্সিলরের শরীরে। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা প্রায় প্রত্যেকেই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। জানা গেছে, আটদিন ধরে মাঝেমধ্যেই জ্বর আসছিল মধ্যমগ্রামের এক কাউন্সিলরের। সর্দি, কাশি, শ্বাসকষ্ট-সহ নানা উপসর্গই দেখা দিয়েছিল তাঁর। ওষুধপত্রও খাচ্ছিলেন তিনি। তবে দিনচারেক আগে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে কোনও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী তাঁকে স্থানীয় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেই বেসরকারি হাসপাতালগুলি কোনও না কোনও কারণে তাঁকে প্রত্যাখ্যান করে।

অবশেষে  আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন কাউন্সিলর। পরিজনদের দাবি, শনিবার সন্ধেয় লালারস পরীক্ষা করা হয় তাঁর। ওই রিপোর্টেই মেলে করোনা সংক্রমণের হদিশ। এদিকে, জ্বর হয়ে বাড়িতে থাকাকালীন কাউন্সিলরের সঙ্গে দেখা করতে এসেছিলেন বেশ কয়েকজন। কাউন্সিলর করোনায় আক্রান্ত হয়েছেন, একথা শোনার পরই তাঁর সংস্পর্শে আসা প্রায় প্রত্যেকেই বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছেন। আপাতত সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা।

Pages