পরিস্থিতি কঠিন হচ্ছে,দেশে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা! আক্রান্ত ৩০৭২, মৃত ৭৫ - BBP NEWS

Breaking

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

পরিস্থিতি কঠিন হচ্ছে,দেশে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা! আক্রান্ত ৩০৭২, মৃত ৭৫

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের থাবায় জেরে ভারতের পরিস্থিতি‌ দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে তা আক্রান্তের সংখ্যা দেখলেই ‌বোঝা যাচ্ছে। গোটা বিশ্বের সবচেয়ে এই‌ ভাইরাস মহামারি পাল্লা দিয়ে‌ বেড়েছেই চলেছে। বিগত ২৪ ঘন্টায় ভাইরাসের গ্রাসে  প্রান হারিয়েছেন ১৩ জন। আক্রান্ত ্এর সংখ্যা ৫২৫ জন।

 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৭২ জন। এর মধ্যে ৭৫ জনের ইতিমধ্যেই মৃত্যু  হয়েছে। ফলে আতঙ্ক যেন ক্রমশ আরও জাঁকিয়ে বসছে দেশের মানুষের মনে। তবে ভাইরাসের থাবা থেকে রেহাই পেয়েছেন ২১৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আধিকারিকদের মতে গত মাসে দিল্লিতে ইসলামী গোষ্ঠী তাবলিগ-ই-জামাতের ধর্মীয় সমাবেশে উপস্থিত কিছু মানুষের মাধ্যমেই এই সংক্রমণ আরও দ্রুত হারে ছড়াচ্ছে দেশ জুড়ে। এখনও পর্যন্ত ওই জমায়েতে যাঁরা হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে ৩৬০ জনেরও বেশি মানুষের শরীরে ধরা পড়েছে ভাইরাসের সংক্রমণ।

Pages