বিবিপি নিউজ: করোনায় আক্রান্ত চিকিৎসক। এর জেরে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিলেন প্রশাসন। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী দিল্লির এক সরকারি হাসপাতালে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, 'দিল্লির স্টেট ক্যানসার ইনস্টিটিউটের এক মহিলা ডাক্তার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি সম্প্রতি তাঁর ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন, যিনি তার কয়েক দিন আগেই ব্রিটেন থেকে ফিরেছিলেন। এর জেরেই আজ হাসপাতাল বন্ধ রেখে স্যানিটাইজার করে সংক্রমণমুক্ত করা হয়।'
মঙ্গলবারই করোনাভাইরাস ধরা পড়ে দিল্লির আরও এক মহল্লা ক্লিনিকের ডাক্তারের। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার মহল্লা ক্লিনিকের চিকিত্সকের করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এল। এর আগে দিল্লির মৌজপুরে কমিউনিটি ক্লিনিকের এক ডাক্তার, তাঁর স্ত্রী ও কিশোরী কন্যার করোনাভাইরাস ধরা পড়ে।
মঙ্গলবারই করোনাভাইরাস ধরা পড়ে দিল্লির আরও এক মহল্লা ক্লিনিকের ডাক্তারের। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার মহল্লা ক্লিনিকের চিকিত্সকের করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এল। এর আগে দিল্লির মৌজপুরে কমিউনিটি ক্লিনিকের এক ডাক্তার, তাঁর স্ত্রী ও কিশোরী কন্যার করোনাভাইরাস ধরা পড়ে।