করোনার দাপটের মধ্যেই খুলল কুকুর, বাদুড়,প্যাঙ্গোলিনের-মাংসের বাজার! - BBP NEWS

Breaking

বুধবার, ১ এপ্রিল, ২০২০

করোনার দাপটের মধ্যেই খুলল কুকুর, বাদুড়,প্যাঙ্গোলিনের-মাংসের বাজার!

বিবিপি নিউজ: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে গোটা বিশ্ব। তারই মধ্যে ফের জনগণের জন্য খুলে দেওয়া হল ওয়েট মার্কেট। এর জেরে ফের ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কায় চিনা চিকিৎসকেরা।  এমনিতেই ‌বিজ্ঞ‌ মহলের একাংশের ধারণা করোনা ভাইরাস ছড়িয়েছে প্যাঙ্গোলিনের থেকে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি।‌ এমন পরিস্থিতিতে চিনা চিকিৎসকদের দাবি, বাদুড়ের মাংস খেয়েই চিনে প্রথম করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন হুবেই প্রদেশে বছর পঞ্চান্নর এক বাসিন্দা। তাঁকেই বিশ্বে প্রথম করোনা আক্রান্ত মানুষ হিসেবে গণ্য করছেন বিজ্ঞানীরা।

চলতি বছরের ১২ জানুয়ারি এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছিল, উহানের একটি বাজার থেকেই যে Covid-19 সংক্রামিত হয়েছিল, তার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তার পরে ৪ মাস কেটে গেলেও বিশ্বজুড়ে করোনার দাপট বিন্দুমাত্র বাগে আনা যায়নি। এখনও পর্যন্ত এই সংক্রমণ ঠেকাতে অথবা রোগ নিরাময়ের জন্য কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। চিনের হুবেই প্রদেশের উহান শহরের হুয়ানান সি-ফুড মার্কেটকেই এই মরন ভাইরাস সংক্রমণের আতুরঘর বলে চিহ্নিত করেছে বিশ্ব। এখান থেকেই ভয়াবহ ভাইরাসের উৎপত্তি হয়। যার থাবায় মৃত্যুপুরী তৈরি হয়েছে ইতালি ও আমেরিকা,তবে এই তালিকা আরো বৃহৎ হতে শুরু করেছে। ইতিমধ্যে চিনের এই ওয়েট মার্কেটগুলি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছেন বিশ্বের একাধিক বিজ্ঞানী। তবে তাতে বিশেষ হেলদোল নেই বেজিংয়ের। ভুল থেকে যে কোনও শিক্ষা নেয়নি চিন, এই পদক্ষেপে তা আরও স্পষ্ট হল। তবে বাজারগুলো খোলা হলেও কড়া নজরদারি মধ্যে রেখেছে কর্তৃপক্ষ। জানা গেছে যাতে রক্তমাখা মেঝে, কুকুর ও খরগোস হত্যার দৃশ্য অথবা খাঁচাবন্দি পশুদের ছবি কেউ না তুলতে পারেন।

Pages