বিবিপি নিউজ: সার দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাস রুখতে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতও একই পথে হেঁটেছে। কিন্তু এই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে অপ্রয়োজনে চলছে বাইরে বের হওয়া। অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ঠেকাতে দেশজুড়ে কড়া পুলিশি ব্যবস্থা।
দিনরাত দেশ এবং দেশবাসীকে রক্ষার পাশাপাশি গান গেয়ে তাঁরা সংক্রমণের গুরুত্ব সম্বন্ধে সজাগ করছেন গান গেয়ে। কলকাতা প্রশাসন তার জ্বলন্ত উদাহরণ। এত কিছু করার পরে সেই সমস্ত পুলিশকর্মীদের নিজেদের অবস্থা কেমন? তাঁদের পরিবারিক ছবিটাই বা কেমন? সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে তাঁরা কি দূরে সরে গেছেন পরিবারের থেকে? পরিবারের কাউকে যাকে এই সংক্রমণ স্পর্শ না করতে পারে তার জন্য কী করছেন তাঁরা?
সেই কথা জানালেন ভোপালের এক পুলিশ অফিসার। তাঁর বর্তমান পরিস্থিতি জানলে চোখে জল আসবে সবারই। ইন্দোরের টুকোগঞ্জ থানার অফিসার নির্মল কুমার শ্রীবাস সোশ্যালে মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর দুঃখের কাহিনী। পোস্টে শ্রীবাস জানিয়েছেন, 'সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। প্রয়োজনে ৪৮ ঘণ্টাও ডিউটি করতে হচ্ছে। তাতে দুঃখ নেই। কষ্ট হচ্ছে খুব যখন বাড়ি গিয়ে দাওয়ার একপাশে বসে খাবার খাই। আর দূর থেকে আমায় অবাক চোখে দেখে আমার ছোট্ট মেয়ে। ও অবুঝ চোখে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে দেখে। আর হাজার ইচ্ছে সত্ত্বেও ওকে আমি কোলে তুলতে পারি না!' ভয় করে, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।' পুলিশ কর্মীর এমন পোষ্টে নাড়িয়ে দিয়েছে মানবিকতাকে। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
দিনরাত দেশ এবং দেশবাসীকে রক্ষার পাশাপাশি গান গেয়ে তাঁরা সংক্রমণের গুরুত্ব সম্বন্ধে সজাগ করছেন গান গেয়ে। কলকাতা প্রশাসন তার জ্বলন্ত উদাহরণ। এত কিছু করার পরে সেই সমস্ত পুলিশকর্মীদের নিজেদের অবস্থা কেমন? তাঁদের পরিবারিক ছবিটাই বা কেমন? সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে তাঁরা কি দূরে সরে গেছেন পরিবারের থেকে? পরিবারের কাউকে যাকে এই সংক্রমণ স্পর্শ না করতে পারে তার জন্য কী করছেন তাঁরা?
সেই কথা জানালেন ভোপালের এক পুলিশ অফিসার। তাঁর বর্তমান পরিস্থিতি জানলে চোখে জল আসবে সবারই। ইন্দোরের টুকোগঞ্জ থানার অফিসার নির্মল কুমার শ্রীবাস সোশ্যালে মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর দুঃখের কাহিনী। পোস্টে শ্রীবাস জানিয়েছেন, 'সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। প্রয়োজনে ৪৮ ঘণ্টাও ডিউটি করতে হচ্ছে। তাতে দুঃখ নেই। কষ্ট হচ্ছে খুব যখন বাড়ি গিয়ে দাওয়ার একপাশে বসে খাবার খাই। আর দূর থেকে আমায় অবাক চোখে দেখে আমার ছোট্ট মেয়ে। ও অবুঝ চোখে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে দেখে। আর হাজার ইচ্ছে সত্ত্বেও ওকে আমি কোলে তুলতে পারি না!' ভয় করে, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।' পুলিশ কর্মীর এমন পোষ্টে নাড়িয়ে দিয়েছে মানবিকতাকে। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
